বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৩ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রায় চার কোটি টাকা মূল্যের মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলা থানার চর বাবুপুর-পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল।
সেখান থেকে প্রায় সাড়ে ছ'কেজি মাদক উদ্ধার করে পুলিশ। মাদক পাচারের এই ঘটনায় সন্তু শেখ (৫০) নামে ভগবানগোলা থানার অন্তর্গত চর বিনপাড়া এলাকার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে তারা। ধৃত ব্যক্তির সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাকে এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে এনডিপিএস আইনের ২১(সি), ২২(সি) এবং ২৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।
ভগবানগোলা থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার রাতে তারা গোপন সূত্রে খবর পান সন্তু শেখ নামে ওই ব্যক্তি মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। সেই অনুযায়ী পুলিশের একটি দল চর বাবুপুর-পূর্বপাড়া এলাকায় সাদা পোশাকে অপেক্ষা করছিল। সন্তু যখন সেই এলাকায় পৌঁছয়, পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক।
জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃত ব্যক্তির কাছ থেকে ৩.২৮০কেজি হেরোইন এবং ৩.১৯০কেজি ওজনের প্রায় তিরিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় ৪ কোটি টাকা বলে জানা গিয়েছে।
জেলা পুলিশের ওই আধিকারিক জানান, পার্টি ড্রাগ হিসেবে পরিচিত ইয়াবা ট্যাবলেট এখনও এই রাজ্যে তৈরি হয় না। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিন রাজ্য থেকে ইয়াবা ট্যাবলেট আনা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। প্রাথমিক তদন্তে পুলিশের আরও অনুমান ধৃত ব্যক্তি মুর্শিদাবাদের কোনও একটি জায়গা থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করেছিল। এরপর আরও কয়েকজনের সহযোগিতায় সে এই বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে পাচারের ছক কষেছিল।
ভগবানগোলা থানার এক আধিকারিক জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তে আমরা আরও জানতে পেরেছি ধৃত ব্যক্তির সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের আরও কয়েকজন মাথার যোগাযোগ রয়েছে। ইতিমধ্যে পুলিশ তাদের কয়েকজনের নামও জানতে পেরেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশে রাজি হয়নি।'
নানান খবর

নানান খবর

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর

বেআইনি যানবাহন বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

পহেলগাঁও হামলার কড়া নিন্দা, এদের ক্ষমা করা যায় না, বললেন মমতা

আদালত জামিন মঞ্জুর করার পরেও মেলেনি জামিন? কারণ জানলে অবাক হবেন

নাবালিকাকে অপহরণ, আটকে রেখে শারীরিক সম্পর্কের অভিযোগ, ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তর

তারাপীঠের হোটেলে গোপন ক্যামেরায় মহিলার স্নানের ভিডিও, গ্রেপ্তার ম্যানেজার ও রিসেপশনিস্ট

কৃষিতে নতুন দিক, কীটনাশক স্প্রে করতে মালদহে ড্রোনের ব্যবহার

মাদক পাচারের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে, ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

কংগ্রেস গড়ে রক্তক্ষরণ, একসঙ্গে হাত ছাড়লেন প্রায় হাজার নেতা-কর্মী

৭৫ লক্ষ টাকার ইয়াবা পাচারের চেষ্টা, কোচবিহারে পুলিশের জালে এক মহিলা সহ ৫ অভিযুক্ত

শুকনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির খুনের রহস্যের কিনারা, খোঁজ মিলল খোয়া যাওয়া গয়নারও

থানার আধিকারিকের সই জাল করে ভুয়ো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

ভুটান সীমান্তের শহর চামুর্চীর হাট সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার

মুর্শিদাবাদ হিংসার তদন্তে বড় সাফল্য রাজ্য পুলিশের, ওড়িশা থেকে গ্রেপ্তার ছয় জন

দলের মিছিল থেকে বেরিয়ে গিয়েই বিধায়ক মিহির গোস্বামীর উপর ক্ষোভ উগরে তৃণমূলে যোগ বিজেপির মহিলা মোর্চার নেত্রীর